এবার কারফিউ মক্কা মদিনাতেও

মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে ইসলাম ধর্মের পবিত্রতম শহর মক্কা ও মদিনাতেও অবশেষে কারফিউ জারি করতে বাধ্য হলো সৌদি আরব। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক খবরে জানানো হয় বৃহস্পতিবার (২ এপ্রিল) এক রাজ ডিক্রিতে এই আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, মক্কা ও মদিনায় সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে। তবে জরুরী প্রয়োজনে প্রাপ্তবয়স্ক লোকেরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৩টা পর্যন্ত বাইরে বের হতে পারবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দেশটিতে লকডাউন জারি করা হয়েছিল। লকডাউনের কারণে মক্কা, মদিনা ও রিয়াদে চমানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। একইসাথে দেশটির ১৩টি প্রদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর