৬০ হাজার লোককে ১৫ দিনের খাবার দিচ্ছেন গাজীপুরের মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলম নগরীর ভাসমান, দুস্থ ও নিম্ন আয়ের কর্মহীন ৬০ হাজার মানুষকে ১৫ দিনের খাবার বিতরণ করছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর কোনাবাড়ি এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাথে নিয়ে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।

৬৫টি কমিটি গঠন করে নগরীর ৫৭টি ওয়ার্ডে ২১শত টন খাবার বিতরন করা হবে। খাবারের প্রতিটা প্যাকেটে থাকছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্য ব্যবহার্য পণ্য।

মেয়র জাহাঙ্গীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে দিনি আনে দিন খায় এমন মানুষজনও ঘরে বসে আছেন। আমরা এই ধরণের ৬০ হাজার মানুষকে ১৫ দিনের খাবার পৌছে দেয়ার দায়িত্ব নিয়েছি। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পাড়া, মহল্লাভিত্তিকভাবে ভোটার আইডি, মোবাইল নাম্বার নিয়ে তাদের স্ব স্ব ঠিকানায় খাবার পৌঁছে দেব

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর