করোনায় আক্রান্ত মওলানা সাদ!

দিল্লির নিজামুদ্দিনে সরকারি আদেশকে অমান্য করে তাবলীগ জামাতের অনুষ্ঠান করায় ২৮ মার্চ থেকে খোঁজা হচ্ছে তাবলীগের একাংশের নেতা ৫৬ বছর বয়সী সাদ কান্দলভিকে। ৫ দিন পরে জানা গেলো উনিও করোনায় আক্রান্ত।

তাকে খোঁজে বের করতে দিল্লি থেকে পুলিশ উত্তরপ্রদেশেও গিয়েছে। সকল হাসপাতালেও খোঁজেচ্ছে। অবশেষে সাদের দুটি অডিও বার্তায় বলা হয়েছে তিনি দিল্লিতেই আছেন। ডাক্তারের পরামর্শে আইসোলেশনে অবস্থান করছেন।

মাওলানা সাদ অডিও বার্তায় বলেছেন, সারাবিশ্বে যা হচ্ছে তা নিঃসন্দেহে মানুষের অপরাধের ফল। সবাইকে বাড়িতে থাকা উচিত। সবাইকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এটা ইসলাম বা শরিয়তের বিরোধী নয়।

সাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি মানুষকে মার্কায নিজামুদ্দিনে ডেকে এনেছেন। পুলিশের বিজ্ঞপতিও তিনি মানেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর