দেশে প্রথমবারের মতো ইমেইলে অভিযোগ গ্রহন করে মামলা দাখিল

করোনার কারণে সারাদেশের পরিবহণ চলাচল বন্ধ। তাই ইমেইলেই সুপ্রীম কোর্টের এক আইনজীবী অভিযোগ লিখে পাঠালেন। আর সেটা মামলা হিসাবে নথিভুক্ত করায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে দেশে। বরগুনা জেলা পুলিশ প্রশাসন এই দৃষ্টান্তটি স্থাপন করেছে।

সুট্র জানায়, বরগুনা জেলার আমতলী থানায় ওসির কক্ষে সন্দেহভাজন আসামী শানু হাওলাদারের ঝুলত লাশ উদ্ধারের ঘটনায় ঢাকা থেকে এডভোকেট ইশরাত হাসানের পাঠানো ইমেইল অভিযোগটিকেই মামলা হিসাবে নথিভুক্ত করেছে পুলিশ।

সুপ্রীম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জানান, দেশের এমন অবস্থায় গাড়ি চলেনা। তাই মেইলেই অভিযোগটি পাঠালাম। সেটা মামলা হিসাবে গ্রহন করে একট ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে বরগুনার পুলিশ সুপার।

উল্লেখ্য, বরগুনার আমতলী থানা হেফাজতে গত ২৬ মার্চ সন্দেহভাজন হত্যা মামলার আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়।

এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে থানার ওসি আবুল বাশারকে। একইসঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও সহকারী উপপরিদর্শক আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর