অফিস খোলা, কিস্তি দিয়ে যান

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় ঢাকা আহছানিয়া মিশন কিস্তির টাকার জন্য গ্রাহকদের চাপ প্রয়োগ করছে। এমনই অভিযোগ উঠেছে বরগুনা জেলার গৌরিচন্না শাখার ম্যানেজার নাজমা জেসমিনের বিরুদ্ধে।

করোনাভাইরাসে মানুষ যখন ঘর থেকে বের হতে পারছে না,এমত অবস্থায় সাধারণ মানুষকে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করছে। গতকাল বুধবার থেকে গ্রাহকদের ফোন করে কিস্তির টাকা নিয়ে অফিসে আসতে বলছে মাঠকর্মীরা। মাঠকর্মীরা বলছে, আমরা নিরুপায় হয়ে গ্রাহকদের কাছে ফোন করে টাকা আদায় করছি।

এ বিষয়ে সত্যতা স্বীকার করে গৌরিচন্না শাখার ম্যানেজার নাজমা জেসমিন বলেন, আমরা উপরের নির্দেশনা অনুযায়ী কিস্তি আদায় করছি।

সরকারি নীতিমালা অনুযায়ী আমাদের শাখা বন্ধ রাখার কথা থাকলেও বরগুনা এরিয়া ম্যানেজার আমাদের শাখা খোলা রাখতে বলছে।তবে এ বিষয়ে ঢাকা আহছানিয়া মিশনের বরগুনা এরিয়া ম্যানেজার কাজী জসিম উদ্দিন কে একাধিকবার ফোন করলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর