যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ১৮ বাংলাদেশির প্রাণ

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দেশটির বিভিন্ন রাজ্যে এসব বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু হয়।

ঘাতক করোনায় দেশটিতে প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন, সাহারা বেগম, মোস্তাক আহমদ, জিল্লুর রহমান, মো. ওয়াজিল্লাহ, মালেকুজ্জামান মানিক, আবদুল মালেক খান, আফজাল আহমদ, মো. মহসিন, রাশেদা আক্তার বিউটি, শিপন মিয়া, আউয়ুব খান, সৈয়দা খাতুন, বদরুল হক আতিক, মহিকুজ্জামান, রহমান স্বপন, আবদুর রউফ, রফিক উদ্দিন ও ফারুক আহমদের মা।

ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৪৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর