ঈশ্বরগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী দিল পৌরসভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ইস্যুতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করা দুইশত পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তারের উদ্যোগে বৃহস্পতিবার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনার বিস্তার ঠেকাতে বাজার, দোকানপাট, গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। কর্মহীন এসব মানুষের ঘরে ঘরে চলছে খাদ্যসংকট। অসহায় হয়ে পড়া মানুষের মাঝে পৌর সভার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুইশত পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আলু এক কেজি ডাল ও আধা কেজি করে লবন বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের কমসূচি উদ্বোধন করেন পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার। ওই সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. মিন্টু, সংরক্ষিত কাউন্সিলর লাইলী আক্তার প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর