কাতারে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেলেন দুই বাংলাদেশি। তাদের মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে সেখানে বসবাসরত প্রবাসীদের মধ্যে।

এদিকে করোনার কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে আছেন অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন।

এর আগে গেলো শনিবার করেনায় এক বাংলাদেশি মারা যান। কাতারে মারা যাওয়া দু’জনই প্রবাসী বাংলাদেশি হওয়ায় আতঙ্কিত প্রবাসীরা।

কাতারে আর কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হয়, সেজন্য সচেতনতার পাশাপাশি দেশটির সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ কমিউনিটি নেতাদের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর