নর্থ সাইপ্রাসে বাংলাদেশিদের পাশে সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ।

পৃথিবীর প্রায় সবকটি দেশেই মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। নর্থ সাইপ্রাসেও এই মহামারিটি দিন দিন দ্রুত ছড়িয়ে পড়ছে। সময়ের সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জরুরি অবস্থার মধ্যে উপার্জন বন্ধ। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই চাকরি হারিয়েছেন। তাই এমন দুর্যোগ সময়ে তাদের পাশে দাঁড়িঁয়েছেন সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদ।

কল্যান সংসদের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ভুঁইয়া জানিয়েছেন আগামি ৫ এপ্রিল শুক্রবার থেকে অসহায় বাঙালীদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী নেওয়ার জন্য সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের নিন্মোক্ত সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া- 88767750
মোঃ ওবায়দুল হক- 28745008
মোঃফয়সাল মিয়া- 88277277
নয়ন ভূঁইয়া- 28837314
জাহাঙ্গীর আলম – 28868034
সৌরভ ইসলাম – 88467974
কোরবান আলী – 88746361
মোঃ আলী হায়দার- 38218067
এএমএম রানা- 28529717

করোনাভাইরাসের প্রভাবে স্থবির সমগ্র বিশ্ব। প্রবাসে সাধারণ মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বর্তমান সময়ে বাসায় অবস্থান করছেন। করোনার প্রভাবে সারা বিশ্বের অর্থনীতিতে ইতিমধ্যেই পড়ছে ব্যাপক প্রভাব। কতদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এটিই এখন প্রশ্ন সবার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর