সাংবাদিকদের সুরক্ষায় বিনামূল্যে পিপিই দিচ্ছে ‘স্নোটেক্স’

বিশ্বব্যপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশের গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এগিয়ে এসেছে দেশের তৈরি পোষাক শিল্প উৎপাদক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ। এরমধ্যেই দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিয়েছে তারা।

প্রাথমিকভাবে বিজিএমইএ, এম এন্ড এস এবং বুয়েটের সহায়তায় কয়েক হাজার পিপিই বিনামূল্যে সরবরাহ করা হয়েছে সাংবাদিকদের মাঝে। গণমাধ্যমকর্মী ছাড়াও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও সরবরাহ করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পিপিই।

স্টোটেক্স জানিয়েছে, দেশের এই সংকটময় এই পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই তৈরি করবে তারা। ইতিমধ্যেই তারা তাদের তৈরি ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করেছে তাদের মতামত সংগ্রহের জন্য। পরবর্তীতে এই মতামতের প্রেক্ষিতে পিপিই এর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর