ময়মনসিংহে করোনা সনাক্ত পরীক্ষা শুরু

করোনা ভাইরাস শনাক্তে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে পিসিআর ল্যাব। ইতোমধ্যে করোনা সনাক্ত পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে ময়মনসিংহের পিসিআর ল্যাবে করোনা সনাক্ত পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

ছবি: বার্তা বাজার

তিনি জানান, পিসিআর ল্যাবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ এসকে হাসপাতালের আইসোলেশনে থাকা এক জনের সেম্পল সংগ্রহ করা হয়েছে। দুপুরে পরে সেটি পরীক্ষা করা হবে।

এই ল্যাবে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা সংগ্রহ করা সম্ভব হবে, যার রিপোর্ট মিলবে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে বলে জানান অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর