সিলেটে মাত্র ১ ঘন্টায় জানা যাবে করোনার অস্তিত্ব!

মহামারী করোনা ভাইরাস পরীক্ষা মাত্র এক ঘন্টায় সিলেটে জানা যাবে রোগীর শরীরে করোনার অস্তিত্ব। সোমবার করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। বর্তমানে তার কার্যক্রম চালাতে ৫-৬টি টিম কাজ চালিয়ে যাচ্ছেন। রোগীর

নমুনা সংগ্রহ করার পর আরটি-পিসিআর মেশিনে এক ঘণ্টায় ফলাফল বের হয়ে আসবে বলে বার্তা বাজারকে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।

তিনি আরো জানান, একসাথে ৮ জন রোগীর নমুনা মেশিনে পরীক্ষা করা যাবে। এই ৮ জনের ফলাফল একই সাথে বের হয়ে আসবে। এবং অত্র সিলেট বিভাগের সবাই এর সেবা পাবেন বলে তিনি জানান।

সব কিছু ঠিক থাকলে আগামী রবি কিংবা সোমবার থেকে সিলেটে শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার কাজ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর