বিশ্বব্যপী ৪২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল প্রাণঘাতী করোনা

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যপী এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫১ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন।

ইতালিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জনের প্রাণহানি হয়েছে, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।
স্পেনে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন।
চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।

আইইডিসিআরের সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫১। মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাংলাদেশে সুস্থ হয়েছেন ২৫ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর