কাতারে আরও এক বাংলাদেশির করোনায় মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত কাতারে আবুল কাসাম (৫৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কাতারে যে দুজনের মৃত্যু হয়েছে তারা উভয়ই বাংলাদেশি।

এর আগে গত শনিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করে। কাতারে করোনায় তিনিই প্রথম মৃত্যুবরণকারী।

জানা গেছে, শনিবার করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৫৭ বছর। তার দেশের বাড়ি গাজীপুরে। তিনি আগে থেকেই অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি কাতারে ব্যবসা করতেন। গত ১৬ মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে তার বেশিরভাগ হলো অভিবাসী শ্রমিক। কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন (অবরুদ্ধ বা বন্ধ) করে রেখেছে; যেখানে অনেক মানুষের বসবাস ছাড়াও কারখানা রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর