প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সময়ের উপর কিছু কথা

প্রানঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সকলে নিজ নিজ বাসায় অবস্থান করছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রেখেছেন। ফলে অনেকের একমাত্র আয়ের উৎস বন্ধ রয়েছে। দেশের এই ক্রান্তিকালে অসহায় দুস্থ মানুষের পাশে অনেকেই দারাচ্ছে তবে তা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।

পৃথিবীতে এক শ্রেণির মানুষ বাস করে যাদের বুক ফাটেতো মুখ ফোটে না। তাদের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য কারও কাছে শত কষ্টে থাকলে তা প্রকাশ করে না। তারা নিরবে সৃষ্টিকর্তার কাছে নিরবে চোখের পানি ফেলে সাহায্য চায়। কারন এই সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তাদের সাহায্য করার মতো নেই।

মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনিত অনুরোধ আপনিতো মধ্যবিত্তের পরিবার গুলোর কষ্ট বোঝেন। আমরা জানি দেশের প্রতিটি মানুষের মনের কথা আপনি বোঝেন। তাই তাদের কষ্টের সময়ে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানরা মধ্যবিত্তের পরিবারের পাশে দারানোর অনুরোধ রইলো।

লেখক
মিজানুর রহমান এনামুল
সংবাদকর্মী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর