সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৬ বাংলাদেশি

মহামারি করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে ৪৭ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ জন বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, আক্রান্তদের মধ্যে চার জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। ১৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯২৬ জন৷

আজকে আরও ১২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪০ জন। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জনের মৃত্যু হয়েছে৷

আক্রান্তদের ৪৭ জনের মধ্যে ১৬ জনই বাহিরের দেশে থেকে এসেছে। তারা সর্বশেষ যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ৩১ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ১৩ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ ছিল। ১৮ জনের তথ্য এখনও অজানা রয়েছে৷

এদিকে আজকে নতুন ক্লাস্টার তুগান ওয়েস্টলাইট ডরমিটরি থেকে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ৪২৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর