তেলের আন্তর্জাতিক বাজার বিপর্যস্ত, ১৮ বছরের দাম কমার রেকর্ড

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বেই গাড়ি চলাচল বন্ধ, বন্ধ শিল্পকারখানাও। যারা কারণে কমেছে তেলের চাহিদা। ঠিক একই কারণে কমেছে দামটাও। ইতোমধ্যে গত ১৮বছরের সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে অপরিশধিত তেলের দাম।

সোমবার (৩০ মার্চ) ১ ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়ায় সাড়ে ২২ ডলার মাত্র! ২০০২ সালের নভেম্বরের পর এত দরের অবনতি আর কখনই হয়নি।

তিন মাস ধরে সারা বিশ্বে করোনাভাইরাসের কারণে বন্ধ হচ্ছিল তেল ব্যবহারের ক্ষেত্রগুলো । কিন্তু আশ্চর্যজনকভাবে বাড়ছে তেলের সরবরাহ। চাহিদা কমে যাওয়া ও সরবরাহ বেড়ে যাওয়ায় তেলের এই দরপতন হচ্ছে বলে অনেকেই উল্লেখ্য করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর