এবার করোনার শিকার জাতিসংঘের ৮৬ কর্মী

সারা বিশ্বে এখন চলছে করোনা আতঙ্ক। বিশ্বের প্রায় সব দেশের মানুষই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত । এই ভাইরাসের আক্রমন থেকে বাদ পরে নাই জাতিসংঘের কর্মীরাও। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিকের দেওয়া বিবৃতির বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে আরো জানানো হয়, এই ভাইরাসের সংক্রামন রোধে জাতিসংঘের বেশিরভাগ কর্মীরাই বাসায় বসে কাজ করছেন।

জেনেভায় জাতিসংঘ অফিসে প্রতিদিন কাজ করতেন ৪ হাজার কর্মী। কিন্তু ২৬ মার্চ এর সংখ্যা ছিলো খুবই কম মাত্র ৭০ জন। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সংকটে মধ্যে এই ভাইরাস সংক্রামন রোধে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর