সারা বিশ্বে করোনা গ্রাস করলো ৩০ হাজার প্রাণ

মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ২২৯টি প্রাণ কেড়ে নিয়েছে। সবচেয়ে বেশি মারা গিয়েছে ইউরোপের সভ্য দেশ ইতালিতে।

ইতালিতে গত ২৪ ঘণ্টায়ই করোনায় মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এর আগে এরকম দুর্যোগের মুখে পড়েনি শিল্প উন্নত এ দেশটি। এনিয়ে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ২৩ জন।

এদিকে স্পেনও ক্রমশ বড় হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে দেশটিতে প্রাণ হারান ৬৭৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজারের বেশি রোগী।

ইউরোপ মহাদেশে এ দুটি দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তবুও ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সুন্দর আগামীর স্বপ্ন বুঁনছে স্থানীয় ও অভিবাসীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর