মদ ভেবে স্যানিটাইজার পানে কয়েদির মৃত্যু!

ভারতের কেরালায় বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজ্যের পালাক্কাদ জেলা হাসপাতালে রমণকুট্টি নামে ওই কয়েদির মৃত্যু হয়। স্যানিটাইজারকে মদ ভেবে পান করায় কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ মার্চ) জেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন রমণকুট্টি। এরই মাঝে গত বুধবার (২৫ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমাদের ধারণা ওই কয়েদি জেলখানায় উৎপাদিত স্যানিটাইজার পান করেছিলেন। রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে কারাগারে স্যানিটাইজার উৎপাদনের কাজ চলছে। এটি উৎপাদনের প্রধান উপাদান আইসোপ্রোপাইল অ্যালকোহল। সেটিকেই হয়তো মদ ভেবে ভুল করেছিলেন রমণকুট্টি।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতেও ওই কয়েদি সুস্থ-স্বাভাবিক ছিলেন। বুধবার রোলকলের সময়ও তিনি উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর রমণকুট্টির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর