হেলিকপ্টার থেকে করোনা ওষুধ ছিটানোর গুজব!

মুন্সীগঞ্জে হেলিকপ্টার থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধ ছিটানোর গুজব উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার একাধিক মসজিদের মাইকে এ রকম গুজব ছড়ানোর অভিযোগ উঠে।

পরে এগুলোকে গুজব উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী।

হাসান সাদী জানান, ‘উপজেলার একাধিক এলাকার বিভিন্ন মসজিদের মাইকে একটি গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি। যদিও আমি নিজ কানে সেটা শুনিনি। তবে, অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা আমাকে ফোন করে জানিয়েছেন যে, বিভিন্ন মসজিদের মাইকে তারা বলতে শুনেছেন—সেনাবাহিনী হেলিকপ্টার থেকে এন্টি করোনা ওষুধ ছিটাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‌’গুজবে কেউ যেন আতঙ্কিত না হন সেজন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। তবে কোন কোন মসজিদ থেকে মাইকিং করে গুজব রটানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’ মসজিদের মাইক ব্যবহার করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর