অপরাধমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে র‌্যাব : প্রধানমন্ত্রী

অপরাধমুক্ত প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, জঙ্গিবাদ, ধর্মীয় মৌলবাদী বিষবৃক্ষের মূলোৎপাটন, অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বাণিজ্য নির্মূল, নারী ও শিশুদের প্রতি সহিংসতা দমন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও মানহীন খাদ্যদ্রব্য, নকল ও অবৈধ ঔষধের বাণিজ্য প্রতিহত, প্রশ্নপত্র ফাঁস রোধসহ বিভিন্ন আর্থ-সামাজিক অপরাধের বিরুদ্ধে অবিরত অভিযান পরিচালনার মাধ্যমে সামগ্রিক অপরাধ দমনে র‌্যাব কার্যকর ভূমিকা রাখছে।’

শেখ হাসিনা বলেন, ‘অপরাধমুক্ত প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব কাজ করে যাচ্ছে। র‌্যাবের আধুনিকায়ন, সম্প্রসারণ ও গুণগত উৎকর্ষতা সাধনে আমরা গ্রহণ করেছি বহুমুখী কর্মপরিকল্পনা।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাবের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন অসাম্প্রদায়িক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে র‌্যাব তার আগামীর অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে দেশপ্রেম, দায়িত্ববোধ, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও অরাজকতার বিরুদ্ধে আমাদের সরকারের দৃপ্ত অঙ্গীকারের সফল ও স্বার্থক বাস্তবায়নে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের লক্ষ্যে র‌্যাবের কর্মতৎপরতা প্রশংসনীয়।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব ঐতিহ্যের অনন্য নিদর্শন সুন্দরবন ও তৎসংলগ্ন জনপদকে সন্ত্রাসমুক্ত করে দস্যুদের আত্মসমর্পণ ও তাদের স্বাভাবিক জীবনধারায় প্রত্যাবর্তনের পথ সুগম করার ক্ষেত্রে র‌্যাব অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

দেশমাতৃকার কল্যাণে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাবের যে সব বীর সদস্য জীবন উৎসর্গ করেছেন, বাণীতে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। একই সঙ্গে র‌্যাবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর