করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ২০ হাজার

বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মাঝে একদিন বেড়ে ইতালিতে মৃতের সংখ্যা আবারও কিছুটা হ্রাস পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৮৩ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। করোনায় ইতালির মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এদিনে ৬৮৩ জন নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে। আর আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৩ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ৯ হাজার ৩৬২ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর মিছিল বেড়েছে স্পেনেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জন। এর আগেই তারা করোনায় মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গিয়েছিল।

এদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ২০ হাজার ছাড়িয়ে গেছে। গতরাতে সর্বশেষ খবর অনুযায়ী ২০ হাজার ৫১৯ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ০৭৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ১২১ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর