কোনও হাসপাতাল চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানাতে পারবে না

করোনা আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না দেশের সরকারি- বেসরকারি কোনো হাসপাতাল। একইসাথে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা পিপিই পরিহিত চিকিৎসকের কাছেই করোনাক্রান্ত রোগীকে পাঠাতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনায় বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, জেলা পর্যায় এবং এর চেয়ে উচ্চ পর্যায়ের সকল হাসপাতালে নির্দিষ্ট এম্বুলেন্সে নির্দিষ্ট ড্রাইভার ও পিপিইর মাধ্যমে রোগী পরিবহন করতে হবে।
একই সাথে এই এম্বুলেন্সে অন্য কোনো সাধারণ রোগী পরিবহণ করা যাবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর