প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ৫ হাজার কোটি টাকার প্রনোদনা প্যাকেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বুধবার (২৫ মার্চ) সন্ধায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনকালে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

প্ররধানমন্ত্রী তার ভাষণে বলেন, রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই প্যাকেজের অর্থ দ্বারা শুধুমাত্র প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।

করোনাভাইরাস দেশের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত হানতে পারে এই আঘাত মোকাবিলা প্রসঙ্গে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমরা কিছু আপত্কালীন ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যবসায়-বান্ধব বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোন গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন,পানি,বিদ্যুৎ এবং গ্যাস বিল পরিশোধের সময়সীমা সারচার্জ বা জরিমানা ছাড়া জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সাময়িক স্থগিত করা হয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর