লুডু খেলা নিয়ে ঝগড়া করে রোহিঙ্গা নিহত

লুডু খেলা নিয়ে ছুরিকাঘাতে মোহাম্মাদ আবু তাহের বাবুর্চি (৩৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে টেকনাফ পৌরসভার পুরনো পল্লানপাড়া এলাকায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

টেকনাফ পৌরসভার পুরনো পল্লানপাড়া এলাকায় বসবাসকারী মোহাম্মদ এবাদুল্লাহর ছেলে নিহত ওই রোহিঙ্গা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে ব্যক্তির সাথে সাথে টেকনাফ পৌরসভার পুরানো পল্লানপাড়া এলাকায় লুডু খেলার একপর্যায়ে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে সসেই ব্যক্তি। পরে গুরুতর আহত অবস্থায় তাহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর