পোশাক শ্রমিকদের বেতন সময়মতই দেয়া হবে: বিজিএমইএ সভাপতি

করোনা ভাইরাসের প্রভাবে তৈরী পোশাক সেক্টরে রফতানি আদেশ বাতিল হয়ে যাওয়ার পর অনেকটাই স্থবির হয়ে পড়েছে ব্যবসায়ীরা। তবে এতসব সংকটের মাঝেও শ্রমিকদের বেতন সময়মতই দেয়া হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

‘আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন। আপনারা আমাদের ওপর ভরসা রাখুন’ বলে তিনি শ্রমিকদের আশ্বস্ত করেছেন।

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

রুবানা হক বলেন, মহামারি করতোনাভাইরাসে আমাদেরকে ধৈর্যহারা হলে চলবে না। আমাদেরকে শক্ত হতে হবে। বিপদ চিরদিনের জন্য না। সরকার আমাদের সাথে আছে।

তিনি সাংবাদিকদেরও এই সময় তাদের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে এখন বলা দরকার,আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাব। সূত্র : বাসস

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর