রিজার্ভ চুরির রায় ফিলিপাইনের পক্ষে

২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। তারই প্রেক্ষিতে
রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক মামলা দায়ের করেছিল। সেই মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।

ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন সোমবার (২৩ মার্চ) তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আনা অভিযোগ খারিজ সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে।

উল্লেখ্য ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক এবং বেশ কয়েকজন কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেছিল বাংলাদেশ ব্যাংক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর