শতাধিক জাল ভোট দিলেন প্রার্থী নিজেই!

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার সেন (তালা প্রতীক) হাতেনাতে আটক হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বার্তা বাজার কে আরো বলেন, চেয়ারম্যান প্রার্থী উদয় কুমার নিজেই শতাধিক জাল ভোট দিয়েছেন। জাল ভোট দেওয়ার কথা স্বীকার করায় তার কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে হাটহাজারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এস এম রাশেদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই উপজেলার ১০৬টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪৬। শতাধিক,

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর