ধোনিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আহ্বান

বয়স ৩৮ ছুঁই ছুঁই। এ বয়সেও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে তারুণ্যের ছাপ। চলমান আইপিএলে ব্যাটকে তলোয়ার বানিয়ে বোলারদের কচুকাটা করে ছাড়ছেন তিনি। বিশেষ করে স্লগ ওভারে। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তাণ্ডব চালিয়েছেন ধোনি। মাত্র ৪৮ বলে খেলেছেন ৮৪ রানের ঝড়ো ইনিংস। দুর্দান্ত এ ইনিংস খেলার পথে মেরেছেন ৫টি চার ও ৭টি দৃষ্টিনন্দন ছক্কা। অবশ্য শেষ হাসি হাসতে পারেনি চেন্নাই। থ্রিলার ম্যাচে মাত্র ১ রানে বেঙ্গালুরুর কাছে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হারলেও মহাকাব্যিক ইনিংস খেলে ক্রিকেটমোদীদের মন জয় করে নিয়েছেন ধোনি। তাদের দাবি, তাকে ভারতের প্রধানমন্ত্রী করা হোক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনার ঝড়।

টুইটারে বিশ্বাস দ্বিভেদী লিখেছেন, মোদি-রাহুলকে ভুলে যান। ধোনিকে প্রধানমন্ত্রী করুন। কার্তিক দেওয়ান্দ লিখেছেন, জানি না, ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াবেন কি না। যদি দাঁড়ান তা হলে আমার প্রধানমন্ত্রী হিসেবে তাকেই ভোট দেব। কৃষ্ণা দাগা লেখেন, ধোনিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। ইয়াশা তান্না বলেন, ধোনির মতো অধিনায়ক নেই। কেউ হবেও না। তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। একই দাবিতে আরো অনেকে টুইট করেছেন।

আইপিএলের দ্বাদশ আসরের ৩৯তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬১ রানের লড়াকু সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে ৮ উইকেটে ১৬০ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। এতে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বিরাট বাহিনী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর