নুসরাত হত্যার বিচারের দাবীতে পাবনায় মানববন্ধন

ফেনীর সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, বেড়া পৌর ও উপজেলা শাখার উদ্দোগে সিএন্ড বি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিন্দু ঐক্যজোটের বেড়া উপজেলা শাখার সভাপতি সুবল রায়ের সমন্নয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের নেতা ভিকুরাম হলদার রঞ্জন কর্মকার পৌর আ-লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আ-লীগ নেতা আল মাহমুদ সরকার, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হবি, প্রভাষক আবু সাইয়িদ, আব্দুল মতিন, মতিউর রহমান মজনু, আব্দুল বাতেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো অনুষ্ঠিত মানববন্ধনের সাথে একাত্তত্বা ঘোষণা করে ৪ শতাধিক মানুষ প্রায় ২ ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তারা নির্মম এ পৈশাচিক হত্যাকান্ডের মূল হোতা সিরাজ উদ দোলাসহ এর পেছনে পর্দার অাড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে চিহৃিত করে অাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। আগুনে ঝলসে যাওয়া নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর