লক্ষ্মীপুরে স্ত্রী স্বীকৃতির না দেওয়ায় যুবতীর আত্মহত্যার চেষ্টা

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী স্বীকৃতির দাবী প্রতিষ্ঠিত করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে শাহেনুর বেগম শাহীন নামে এক
যুবতী।

রোববার বিকেলে কমলনগরে উপজেলার চরফলকন ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকার সেকান্তর বাড়ির সামনের একটি সয়াবিন ক্ষেতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শাহেনুর চট্টগ্রামের রাউজান থানার সোনাগাজী গ্রামের জাফর আহমেদের মেয়ে।খবর পেয়ে কমলনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধ শাহেনূরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা সংকটাপন্ন অবস্থা দেখে পুলিশি সহায়তায় তাকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়।

কমলনগর থানার পুলিশ জানায়, কমলনগরে উপজেলার চরফলকন ইউনিয়নের পাটোয়ারীর হাট এলাকার আইয়ুব আলীর ছেলে সালাহ উদ্দিনের সাথে মোবাইল ফোনে
চট্টগ্রামের রাউজান এলাকার মেয়ে শাহেনুরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের টানে গত দেড় বছর আগে চট্টগ্রামে শাহেনুরকে বিয়ে করে সালাহ
উদ্দিন। এরপর সালাহ উদ্দিন চট্টগ্রাম থেকে পালিয়ে এসে নিজ এলাকায় দ্বিতীয় বিয়ে করে। পরবর্তীতে ওইদিনর বিকেলে শাহেনুর স্বামী সালাহ উদ্দিনের সন্ধানে
গ্রামের বাড়িতে এসে হাজির হয়ে স্ত্রীর স্বীকৃতি দাবী করে। বাকবিতান্ডার এক পর্যায়ে সালাহ উদ্দিন তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করায় শাহেনুর
স্বামীর বাড়ির পার্শ্ববর্তী সেকান্তর বাড়ির সামনের সয়াবিন ক্ষেতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায়
অগ্নিদগ্ধ শাহেনুরকে উদ্ধার করে। ঘটনার পরপরই সালাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে অগ্নিদগ্ধ শাহেনুর বেগম তার গায়ে কেরোসিন ঢেলে পুরিয়ে হত্যার চেষ্টার অভিযোগ তোলেন স্বামী সালাহ উদ্দিনের বিরুদ্ধে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন জানান, অগ্নিদগ্ধ শাহেনুরের শরীরের ৪০-৫০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, অগ্নিদগ্ধ শাহেনুরকে পুলিশি সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর