স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

রাঙামাটির লংগদুতে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আয়েশা খাতুন, শাশুড়ি রাহেলা খাতুনসহ তিনজন। তবে প্রধান আসামি ওসমান কবিরাজ পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, লংগদু উপজেলার ইয়ারিংছড়ি এলাকায় পারিবারিক বিবাদের জের ধরে গত দুই বছর আগে স্ত্রীকে ফেলে যায় তার স্বামী। জিন আসরের মাধ্যমে স্বামীকে ফিরে পাওয়ার প্রস্তাব পেয়ে ওই গৃহবধূ নুর ইসলামের বাসায় যায়। সেখানে স্বামীকে হাজিরের কথা বলে শরবত খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে কবিরাজ ওসমান।

পরে ভুক্তভোগী গৃহবধূকে ঘটনাটি কাউকে না বলার জন্য জন্য হুমকি দেয়। স্থানীয়দের সহায়তায় ভিকটিমের বাবা লংগদু থানায় মামলা করেন। এ মামলায় কবিরাজকে সহযোগিতার করার অপরাধে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের রোববার প্রধান বিচারিক হাকিম এমএন মোরশেদ আলমের আদালতে আনা হয়।

রাঙামাটি কোট পুলিশ পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, ‘আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করেছে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর