শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

আগামী ২৩-২৯ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা পুষ্টি কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুষ্টি কমিটির প্রস্তুতি সভায় জেলা পুষ্টি কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি, আমাদের দৈহিক পুষ্টি হচ্ছে উন্নয়নের বুনিয়াদ। তাই শুধু খাবার খেলেই চলবে না খাবারে পুষ্টির কথা সর্বাগ্রে ভাবতে হবে। তিনি পুষ্টি সপ্তাহ সফল করতে নাগরিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ীর) উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম জানান, “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে

একইদিন একটি পুষ্টিগাড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করবে। এছাড়া স্থানীয় অনলাইন, সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে সম্পাদকীয়, নিবন্ধ প্রকাশিত হবে। পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে জেলা সদর হাসপাতালে মাতৃস্বাস্থ্য ও ব্রেস্ট ফিডিং বিষয়ক কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। দুপুরে পুষ্টিজ্ঞান সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হবে। তৃতীয় দিনে জেলা সদর হাসপাতালে শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর