গ্রামীণফোনের ২৩শ কর্মীকে বাসায় থেকেই কাজ করার নির্দেশ

করোনাভাইরাস নিয়ে আতঙ্কে সারা বিশ্ব। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টেলিকম কম্পানি গ্রামীণফোন এবার তার ২৩০০ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৫ মার্চ) এ সিদ্ধান্ত জানায় কম্পানিটি।

বাংলাদেশের শীর্ষ টেলিকম কম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।

তিনি আরো জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর