পাবনায় বাস-অটোবাইক সংঘর্ষে আহত স্বপন মারা গেছে

পাবনা জেলার আতাইকুলায় বাস-অটোবাইক সংঘর্ষে অাহত ৭ জনের স্বপন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত স্বপন আতাইকুলা থানার মাধপুর গ্রামের লাল মিয়ার ছেলে, সে অটোবাইক গাড়ীর চালক ছিল।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০১৯) সকাল ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের থানার আর আতাইকুলা ইউনিয়নের মাধপুর-তেলকুপি নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদশী সুত্রে জানা যায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০১৯) বেলা ১১টার দিকে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস আতাইকুলা মাধপুর তেলকুপি নামক স্থানে এসে পৌছালে পার্শ্ববর্তী স্থানীয় সড়ক থেকে যাত্রী নিয়ে একটি অটোবাইক মহাসড়কে উঠা মাত্রই দ্রুতগামী সরকার ট্রাভেলসে’র সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। অাহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে এই অটোবাইক চালক স্বপনের অবস্থা আশংকাজনক হলে তাকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর