করোনা মোকাবেলায় ২কোটি ডলার অনুদান দেবে ফেসবুক

নভেল করোনাভাইরাস মোকাবেলায় ২ কোটি ডলার অনুদান দেয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

শুক্রবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ঘোষণা দেন।

জাকারবার্গ জানান, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ প্রকল্পে দেয়া হবে ১ কোটি ডলার। বাকি ১ কোটি ডলার দেয়া হবে সিডিসি ফাউন্ডেশনকে। বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধ, শনাক্ত ও চিকিৎসার কাজে সহায়তা করবে এ অর্থ।

এছাড়াও শুক্রবার, চীনা মোবাইলফোন পরিসেবা কোম্পানী ডিডি চুচিং ১০ মিলিয়ন ডলার বিশেষ ত্রাণ তহবিলের প্রতিশ্রুতি দেয়। করোনাভাইরাসে বর্তমান বৈশ্বিক সংকট মেটাতে এ ত্রাণ দেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর