মন্ত্রনালয় চালানোর পাশাপাশি শিক্ষকতাও করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সরকার ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা অব্যাহত রেখেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

নিজের আসল পেশা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারছেন না দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এই মন্ত্রী।

নর্থ সাউথ,জাহাঙ্গীরনগর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সুনাম অর্জনকারী ড. হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ -এর আমন্ত্রণে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ২০১৯ সালের আগস্ট থেকে স্নাতক শেষবর্ষের ‘ইভোল্যুশন এন্ড আর্থ’স বায়োস্ফিয়ার’ কোর্স পরিচালনা করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে একই বিভাগের স্নাতক শেষবর্ষের বিশ্ব জলবায়ু পরিবর্তন কোর্স পরিচালনা করছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর