কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষা দেয়া হলো না কলেজ ছাত্র তারেকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুন্সী আবদুল হেকিম কারিগরি কলেজের এইচএসসি (বিএম) শাখার পরীক্ষার্থী মো. তারেক মিয়া (১৮) মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার বিকালে পৌরসভার বাগরাইট এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনার ঘটনা ঘটে।নিহত তারেক মিয়া কটিয়াদী পৌরসভার বেইথর গ্রামের পিতা. মৃত মোহাম্মদ মজলু মিয়ার চতুর্থ পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর ১টা সময়ে পরীক্ষার দেয়ার উদ্দেশ্য তারেক মোটর
সাইকেল যোগে বেইথর থেকে কটিয়াদী রওনা হয়।

এমন সময় বাগরাইট এলাকায় পৌঁছালে তারেকের মোটর সাইকেলের সাথে উল্টো পথ থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে তারেক আহত অবস্থায় মাটিতে পরে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে ভাগলপুর জহিরুল ইসলাম হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে মুন্সী আবদুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর ‘বাতা বাজার‘কে বলেন, তারেক নিয়মিত এইচএসসি (বিএম) শাখার পরীক্ষার্থী ছিল। আজ পরীক্ষার হলে অনুপস্থিত দেখে হতাশায় ছিলেন তিনি। পরে সহপাঠীদের কাছ থেকে তারেকের মৃত্যুর সংবাদটি জানতে পারলে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর