সবুজ ধানের চাদরে ঢাকা কৃষি জমি

সরিষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে ইরি বোরো ধান চাষ।ত্ইাতো বাতাসে দুলছে সবুজ ধানের পাতা শোভা পাচ্ছে পাচ্ছে প্রকৃতির অপরুপ খেলা।

এরই মধ্যে কৃষি জমিতে সার নিরানী দেওয়া শেষ হয়ে গেছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়নের এখন এমন দৃশ্য চোখে পড়ার মত।যেন চারি দিকে ধান গাছ আস্তে আস্তে বড় হচ্ছে সবুজ চাদরের মত ঢেকে গেছে বেশীর ভাগ ইউনিয়ন। যদিও পাহাড়ী অ লে আবাদ কম হলেও একে বারে পিছে পড়ে থাকার মত না।সাধারনত ঘাটাইল উপজেলা দোফসলি জমি বেশী ।

একটা মৌসুম দোলাই ধান , বিরই ধান,পাইজাম ধান,চামারা ধান আবাদ হয় ।পওে আবার বিআর ২৮,২৯ চাষ হয় ।এমনি করে পর্যায় ক্রমে আবাদী জমিতে চাষ চলতে থাকে । আর কদিন পরে ধান পাকবে ।কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যাবে ।তখন ব্যাস্ত হয়ে পড়বে তাদের ধান কাটা নিয়ে ।

দিঘল কান্দি ইউনিয়নের সাধুটি গ্রামের নুরজাহান বেগম জানায় আমরা বড় আশা করে ধান রোপন করেছি যদি সঠিক দাম পাই তাহলে ভালই টাকা আনা যাবে । উপজেলার বেশীর ভাগ জমি উর্বর থাকার কারনে ফলন ভালো হয় ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর