বেসরকারি টেলিভিশনকে শিল্প ঘোষণা করতে নোটিশ

বেসরকারি টেলিভিশন চ্যানেলকে শিল্প হিসেবে ঘোষণা করতে সরকারেক আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রেজিস্ট্রি ডাকযোগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব, তথ্যসচিব, শিল্পসচিব, আইন সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠান আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

নোটিশে বলা হয়, ২০১৫ সালে সংবাদপত্রসহ ৩৩টি সেবাখাতকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য খসড়া তালিকা প্রস্তুত করা হয়। দেশের অর্থনীতিতে বেসরকারি চ্যানেলগুলো যথেষ্ট অবদান রাখছে উল্লেখ করে নোটিশে বলা হয়, এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করলে সেবার মান বাড়বে।

সাতদিনের মধ্যে শিল্প খাত হিসেবে ঘোষণা না করলে উচ্চ আদালতে রিট করার কথা বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর