মেসেঞ্জারে আর থাকছে না ‘ডিসকভার ট্যাব’

ফেসবুক মেসেঞ্জার অ্যাপ থেকে বাদ পড়ছে ‘ডিসকভার ট্যাব’। ফেসবুক জানিয়েছে, অ্যাপটিতে শুধু দেখা মিলবে ‘চ্যাটস’ ও ‘পিপল’ অপশনের।

ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জার ব্যবহারকারীদের ডিভাইসে শিগগিরউ পরিবর্তনটি পৌঁছে যাবে। অ্যাপের পিপল অপশনের ভেতর দুটি ভাগ থাকবে। একটি ভাগে ‘অ্যাক্টিভ’ চ্যাট এবং আরেকটি ভাগে ‘স্টোরিজ’ থাকবে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এর খবরে বলা হয়েছে, ফেসবুক সিদ্ধান্তটি কেন নিয়েছে তা স্পষ্টভাবে জানায়নি। হতে পারে মেসেঞ্জারকে আরো হালকা ও দ্রুতগতির করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ডিসকভার ট্যাব বাদ দিয়ে ওই লক্ষ্যটি পূরণ করা সম্ভব হবে।

ডিসকভার ট্যাব বাদ দেয়ার পেছনে ব্যবসায়ীক উদ্দেশ্যও থাকতে বলে দাবি করছে এনগ্যাজেট। বর্তমানে মেসেঞ্জারের ‘স্টোরিজ’-এ বিজ্ঞাপন দেখিয়ে থাকে ফেসবুক। ফলে বিজ্ঞাপন দেখানোর জন্য আগের মতো আর ডিসকভার ট্যাবের উপর নির্ভর করতে হয় না সেবাটিকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর