ইরানে জুমা’র নামায বাতিল করা হলো

করোনাভাইরাসের চলমান সংক্রমন প্রতিরোধ করতে শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের জমায়েত বাতিল করা হয়েছে ইরানে। দেশটির আধা-সরকারি গণমাধ্যম আইআরএনএ’র একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র কিয়ানশ জাহানপুরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশের সকল গনজমায়েত বন্ধ থাকবে। সাপ্তাহিক জুমার নামাযও এর অন্তর্ভুক্ত।

আরও জানা যায়, করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধ করতে আগামী এক সপ্তাহের মাঝে ইরানে আরও ১৫টি উন্নত মেডিক্যাল ল্যাবরেটরী চালু করা হবে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০৬ জন আক্রান্ত হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর