ঢাকার আবাসিক হোটেলগুলোতে পুলিশি তৎপরতা বাড়ছে খুব শীঘ্রই

রাজধানী ঢাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ ও সকল ধরনের অপরাধ বন্ধে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আবদুল বাতেন বলেন, ‘এখন থেকে হোটেলগুলোতে যাতে অসামাজিক কার্যকলাপ না হয় সেদিকে নজরদারি আরও বাড়ানো হবে। প্রতিটি হোটেলে কী ধরনের কার্যকলাপ চলে, তাদের যা নিয়ম-কানুন আছে তা মানছে কিনা, কারা ভাড়া নিয়ে হোটেলে থাকে- তার সব চেক করে দেখা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না’

নাড়িদের দিয়ে দেহব্যবসায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার পাপিয়া চৌধুরীর বিষয়ে তিনি বলেন, পাপিয়ার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, কারা তার কাস্টমার, তার অর্থের উৎস কী, এত বেপরোয়া হওয়ার পেছনের শক্তির উৎস কী- সবই তদন্ত করে দেখা হবে। কোনো ভুক্তভোগী যদি পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ করে সেটাও তদন্ত করে দেখা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর