কুষ্টিয়া দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া হাইস্কুল মাঠে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশাহ্।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মাদক বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন মাষ্টার, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ স্থানীয়রা।

মাদক বিরোধী মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন। তবে মাদক বিরোধী মতবিনিময় সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে অতি উৎসাহিত হয়ে দলীয় নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি উপস্থিত সুধীবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরপর রাত ৯টায় দৌলতপুর থানার সামনে দৌলতপুর পাইলট হাইস্কুল মাঠে দৌলতপুর থানার ওসি’র তত্ত্বাবধানে বৈশাখী মেলার উদ্বোধন করেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর