হেলিকপ্টার নিয়ে আধা কিলোমিটার দুরত্বে বিয়ে করতে গেল ইঞ্জিনিয়ার

মানিকগঞ্জ জেলার হরিরামপুরে এক ইঞ্জিনিয়ার হেলিকপ্টার ও পালকিতে চড়ে বিয়ে করেছেন। হেলকপ্টার ও ঐতিহ্যবাহী পালকি নিয়ে বরযাত্রীকে দেখতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় স্কুলমাঠে সকাল থেকে ভীড় জমায় উপজেলার বেশ কিছু গ্রামের লোকজন।

ছেলে প্রতিষ্ঠিত হলে পালকি ও হেলিকপ্টারে চরে বিয়ে করতে যাবে এমন মানত ছিল তাই এই আয়োজন করা হয়েছে বলে জানান বরের বাবা।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চল বাহিরচরের অজঁপাড়া গায়ে হেলিকপ্টার ও পালকি নিয়ে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখতে ঘাজার হাজার মানুষ আসে। কয়েক যুগ আগে উঠে যাওয়া পালকির প্রথা আর হেলিকপ্টার দেখতে মানুষের এই ঢল বলে জানা যায়।

দুপুর ২টায় বাড়ি থেকে স্থানীয় স্কুলমাঠে পালকিতে চড়ে আসে বর। তখন এয়ার বাংলার একটি হেলিকপ্টার আসে মাঠে। পালকি থেকে নেমে হেলিকপ্টারে চড়ে মুহুর্তেই আধা কিলোমিটার দূরে কনের গ্রামে চলে যান বরযাত্রী।

সেই গ্রামেও একটা স্কুলমাঠে নেমে আবার পালকিতে চড়ে কনের বাড়ি যান বর। কনের গ্রামেও লোকজনের ভীড় ছিল দেখার মতন। একই নিয়মে তারা বিয়ের অনুষ্ঠান শেষে ফিরে আসে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর