জনদুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করল বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে এসেছে টেকনাফ ২বিজিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সদর ইউনিয়নের দরগারছড়া ব্রীজের উভয় পাশে সড়কে চলাচল উপযোগী করে সংস্কার করেছে বিজিবি সদস্যরা।

২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, দরগারছড়া ব্রিজটির উভয় পাশে মাটি সরে গিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে স্থানীয় জনসাধারনের পাশাপাশি যানবাহন চলাচলে মারাত্বক বিগ্ন সৃষ্টি হচ্ছিলো। বৃহস্পতিবার ২বিজিবি সদস্যদের স্বেচ্ছাশ্রমে বিজিবির নিজস্ব তহবিল থেকে সিমেন্ট ও কংক্রিটের ঢালাই দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হয়।

বিজিবির এমন সামাজিক কর্মকান্ডকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

দুপুরে ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান-পিএসসি, উপ-অধিনায়ক মোহাম্মদ রুবায়াৎ কবীর ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ নুরুল হুদা সরজমিন পরিদর্শন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর