সালমান শাহ’র মৃত্যুর বিষয়ে পিবিআই এর প্রতিবেদনের উপর শুনানি ৩০ শে মার্চ

সালমান শাহ’র মৃত্যুর বিষয়ে পিবিআই-এর করা প্রতিবেদন কতটা গ্রহনযোগ্য সে বিষয়ের উপর শুনানি আগামী ৩০ শে মার্চ। বুধবার আদালতে পিবিআই-এর করা প্রতিবেদনটি দাখিল করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেটি গ্রহন করে সাক্ষর করেন। এবং লিখে দেন ‘দেখিলাম’। এবং একই সঙ্গে সেটির গ্রহনযোগ্যতার ব্যাপারে শুনানির দিন ধার্য করেন আগামী ৩০শে মার্চ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিএমএম আদালতে নন জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আনিছুর রহমান এ বিষ্প্যে সাংবাদিকদের জানিয়েছেন।

জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান ঢাকাই সিনেমার সুপারস্টার সালমান শাহ ইমন। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ভার ন্যস্ত করা হয় পিবিআই এর উপর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর