স্ত্রী’র সাথে কথা বলার ৩০ মিনিট পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাদলের

সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার মাত্র ৩০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর সংবাদ পেলেন স্ত্রী সোমা আক্তার। বুধবার বিকালে সৌদি আরবের রিয়াদে রাস্তা পার হওয়ার সময় বাদল মিয়া নামের ওই প্রবাসী নিহত হন।

নিহত বাদল মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত মো. সুলতান উদ্দিনের ছেলে।

নিহত বাদল মিয়ার বড় ভাই মো. আবদুল বাতেন জানান, দীর্ঘ ১৮ বছর সৌদি আরবে থাকেন বাদল মিয়া। সেখানে তার নিহত বাদল ও তার ভাই বকুল ড্রাইভিং করেন। বুধবার বিকালে বাদল মিয়া তার স্ত্রীর সাথে কথা বলেন। এর কিছুক্ষণ পর রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার বাদল মিয়াকে চাপা দিলে তার মৃত্যু হয়।

আব্দুল বাতেন আরও জানান, বাদল ২ কন্যা সন্তানের জনক। বড় মেয়ে বৃষ্টি আক্তার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে দেড় বছর বয়সের।

তিনি বলেন, বাদলের মৃত্যের সংবাদ শুনে আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার বৃদ্ধা মা, বাদলের স্ত্রী সোমা, বড় মেয়ে বৃষ্টি ও আমরা পরিবারের লোকজন বাদলের মুখটি শেষবারের মতো দেখতে চাই।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর