ঢাকা থেকে সৌম্যের বিয়েতে যায় দুই চোর

খুলনা ক্লাবে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে জাতীয় দলের বামহাতি ওপেনার সৌম্য সরকারের বিয়ের অনুষ্ঠান। তবে অপ্রীতিকর ঘটনায় মাঝে পড়তে হয় বিয়েতে আসা মেহমানদের। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের সাতটি স্মার্টফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় হুলস্থুল কাণ্ড।

চুরির ঘটনায় দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। আটক দুজন হচ্ছেন ঢাকার শ্যামপুরের সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৭) ও ভাষানটেকের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩০)।

খুলনা থানার এসআই টিপু সুলতান জানান, রাতে গণধোলাইয়ের শিকার দু’জন থানাতে রয়েছে। তাদের নামে মামলার কাজ চলছে। বাদী হয়ে মামলা করেছেন সৌম্য পরিবারের সদস্য সুখময় সরকার। শ্যামপুর থানায় রাসেলের নামে একাধিক মামলা রয়েছে। দু’জনেই চিহ্নিত চোর চক্রের সদস্য। সৌম্যর বিয়ে অনুষ্ঠানে তারা চুরি করার জন্য ঢাকা থেকে খুলনা আসে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর